লক্ষ লক্ষ বছর ধরে যে প্রশ্ন মানব মনে উকি দিয়ে গেছে বার বার তা হল-
এই মহা বিশ্বে আমরা কি একা?
এর উত্তর বলা বেশ কঠিন। বিজ্ঞানীদের ভাষ্যমতে পৃথিবী ছাড়াও এই মহাবিশ্বের অন্য কিছু গ্রহে প্রানের অস্তিত্ব আছে। সাধারন ভাবে তারা এলিয়েন নামে পরিচিত।
আর, ইউ.এফ.ও (U.f.o) হলো এই অন্যগ্রহবাসীদের পৃথিবীতে যোগাযোগ করার বাহন। এর ফুল ফর্ম হচ্ছে -Unidentified Flying Object। অনেকে অবশ্য ফ্লাইং সসার ও বলে থাকেন। ফ্লাইং সসার বলার পিছে কারন হচ্ছে- অধিকাংশ ইউ.এফ.ও, যা দেখা গেছে বলে দাবী করা হয়, তা অনেকটা সসার বা পিরিচ আকৃতির। তবে ইউ.এফ.ও যে শুধুই সসার আকৃতির, তা কিন্তু নয়। অনেক ইউ.এফ.ও গোলক, অনেক গুলো সিগার আকৃতির, আবার কেউ কেউ বলে পিরামিড এর মতো ইউ.এফ.ও ও নাকি দেখেছেন তারা।
ইউ.এফ.ও এর অস্তিত্ব কি আসলেই আছে নাকি এটি মানব মস্তিস্কের উর্বর কল্পনা?
মানুষ কল্পনাপ্রবন, একথা মিথ্যা নয়। তবে ইউ এফ ও পুরোটাই মানুষের কল্পনা প্রসুত জিনিস, এটা বলাটা বোধ হয় অনেক কঠিন। ইউ.এফ.ও দর্শনের কমপক্ষে হাজারখানেক, বা তার ও বেশি দাবী ব্যাপারটাকে অনেক বেশি প্রতিষ্ঠিত করে গেছে দিনের পর দিন।
ফিনিক্স রহস্য; রসওয়েল এর রহস্য; হোয়াইটভিল, ভার্জিনিয়া তে ইউ. এফ. ও. এর দেখা পাওয়া সহ আরো অসংখ্য দাবী আছে এর অস্তিত্বের পক্ষে।
তথ্যসূত্র : গুগল