পিরামিড দাসেদের হাতে তৈরি
খ্রিস্টপূর্ব পঞ্চম অব্দে হেরোডোটাস পিরামিড নিয়ে বিস্তর লিখেছিলেন। দাসেরা যে পিরামিড তৈরি করেছে, এ ধারণার জন্ম হয় হেরোডোটাসের মতবাদ থেকেই। আরো ধারণা করা হতো, পিরামিড নির্মাণ এতই কষ্টসাধ্য কাজ ছিল যে কেউ এই কাজ করতে রাজি হতো না। ফলে ফারাওরা অসংখ্য মানুষকে ধরে এনে দাসে পরিণত করতেন ও তাদের জোর করে খাটিয়ে পিরামিড বানাতেন। ধারণাটি ভুল প্রমাণিত হয়, যখন পিরামিড নির্মাতাদের সমাধি খুঁজে পাওয়া যায় গিজার পিরামিডের পাশে। ফারাওয়ের পাশাপাশি সমাহিত হওয়ার সম্মান যা-তা কথা নয়, আর তৎকালীন সমাজে দাসদের যে সম্মান ছিল, তাতে এই সমাধি কোনোমতেই তাদের নয়। তাদের সমাধিতে আছে বিশাল সংখ্যক গরুর হাড়। সেই সময়ের মিশরে গরুর মাংস বেশ বিলাসী খাবার ছিল। সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে, পিরামিডের প্রস্তুতকারকেরা দক্ষ নির্মাতা ছিলেন, যাদেরকে খুব সম্ভবত আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা হতো। তারা কিছুতেই হলিউড চলচ্চিত্রের দেখানো দাস ছিলেন না।
©Roar media