Radia Ahmed Lubna-
যদি পরিস্কার অলিভ অয়েল হয় তাহলে চোখে ঝাপসা দেখবেন এবং হালকা প্রদাহ হতে পারে। এক্ষেত্রে যতদ্রুত সম্ভব স্যালাইন পানি দিয়ে চোখ ধুয়ে ফেলবেন। কিন্তু যদি অপরিষ্কার অলিভ অয়েল বা ভেসলিন চোখে যায় তাহলে মারাত্মক সংক্রমণ হতে পারে। আপনার চোখে যদি কোনো হালকা তরল আপনার টিয়ার ডাক্ট বা নালিতে প্রবেশ করে তাহলে তা আপনার নাক দিয়ে নীচে নেমে যাবে। তবে অশ্রুর তুলনায় তেলের ঘনত্ব বেশি হওয়ার কারণে এটি টিয়ার ডাক্টগুলিতে প্রবেশ করতে পারে না। এসব ক্ষেত্রে, স্যালাইন পাওয়া না গেলে দ্রুত পানির ঝাপটা দিন এবং পাওয়া গেলে চোখে জীবাণুমুক্ত স্যালাইন দিয়ে পানির ঝাপটা দিন।