শীতকাল, গ্রীষ্মকাল নির্বিশেষে, অলিভ অয়েল ত্বকের পক্ষে খুবই উপকারী। কিন্তু অলিভ অয়েল কেনার আগে, তার উপকরণের তালিকাটি ভালো করে দেখে নেবেন।
অলিভ অয়েল অত্যন্ত দামী। অধিকাংশ অলিভ অয়েলেই সিংহভাগ মিনারেল অয়েল থাকে প্রায় ৭০%। কিন্তু অলিভ অয়েল থাকে হতো ০.১ থেকে ২%।
উপকরণের তালিকায় যদি শতকরা লেখা না থাকে, তাহলে তালিকার প্রথম দিকে যদি অলিভ অয়েলের উল্লেখ থাকে, তাহলে সেটির মধ্যে অনেকটাই অলিভ অয়েল থাকার কথা।
নইলে, অলিভ অয়েল না কিনে, অন্য কোনো হার্বাল ময়শ্চারাইজার কেনাই ভালো, অথবা বাড়িতে তৈরী করা কোনো তেল ব্যবহার করাই ভালো।
collected