দেখলে মনে হয় জেব্রার হয়তো সাদার উপর কালো ডোরাকাটা অথবা কালোর উপর সাদা। একটি জেব্রার শরীরের লোম তোলা হলে বোঝা যায় যে প্রকৃতপক্ষে এটির পুরো চামড়াটি কালো। তাদের জিনের মধ্যে এই সাদা স্ট্রাইপগুলো মিশে থাকে। পাশাপাশি থাকে ডার্ক বা কালো পিগমেন্টগুলো। দু ধরনের মেলানিনের প্রলেপ থাকে তাদের লোমকূপে, সেটা ত্বকের কিছু অংশজুড়ে ছড়িয়ে থাকে। বাইরে থেকে না বোঝা গেলেও এটি অত্যন্ত ভালো ধরনের একটি ক্যামোফ্লেজ।