Nishat Tasnim
ফাঁসির দড়িতে শুধু মোম নয়, মাখন বা কলাও মাখানো হয়। এর কারণ হচ্ছে ফাঁসি দেওয়ার সময় যাতে ঘর্ষণ কম সৃষ্টি হয় এবং কোনো বাঁধা ছাড়াই ফাঁসি দেওয়া যায়। আরেকটি কারণ হচ্ছে দড়ির ঘর্ষণে যাতে গলা কেটে না যায়, আসামীর যাতে কষ্ট না হয়। ফাঁসির জন্য যে দড়ি ব্যবহার করা হয় তাকে বলে ম্যানিলা রোপ। এই দড়িগুলো এমনিতেই পিচ্ছিল হয়। আবার মাঝে মাঝে মোল, মাখন, কলার প্রলেপ দিয়ে আরো পিচ্ছিল করা হয়। এটা লুব্রিকেট এর মতো কাজ করে।