ফাঁসির দড়িতে ঝুলার সময়ে ফাঁসির দড়ি ঠিকঠাক ভাবে যাতে অনায়াসে গলায় বসে যায়, এবং খুব বেশি কষ্ট ছাড়া আসামীর মৃত্যুবরণ তাড়াতাড়ি হয়, সেদিকে নজর দেওয়া হয়। তাই ফাঁসির দড়ি নরম আর মসৃণ করার জন্যে, সাধারণত পিচ্ছিল পদার্থ লাগানো হয়, যেমন সবরি কলা, তেল, মোম, ঘি ইত্যাদি। অমসৃণ ফাঁসির দড়ি হলে গলা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে।