মূলত দক্ষিণ এশিয়ার মানুষদের দুইটি প্রধান গ্রুপ রয়েছে।
একটি আর্য অন্যটি দ্রাবিড়।
আমরা সবাই এই দুইটি জাতির মিশ্রণ। উত্তর ভারতীয় অঞ্চল ও পাকিস্তানে আর্য জিনের পরিমাণ বেশি পাশাপাশি তাদের কিছু ইরানিয়ান, তুর্কিক ও আরবীয় জিনের মিশ্রণ আছে।
অন্যদিকে দক্ষিণ ভারতে দ্রাবিড় জিনের প্রাভব অনেকটা বেশী, তাই তাদের দেখতে একটু বেশি কালো ও তামিলদের মতো।
অন্যদিকে পূর্ব ভারত তথা, বাংলা, ওড়িশা, ত্রিপুরা ও আসামের মানুষের মাঝে রয়েছে অতিমাত্রায় অস্টোলয়েটেড মিশ্রণ, মানে আমাদের মাঝে সবথেকে বেশি আস্ত্রীয় ও তারপরেই যথাক্রমে আর্য ও দ্রাবিড় মিশ্রণ রয়েছে। তাই আমাদের দেখতে নর্থ ইডিয়ান ও পাকিস্তানীদের থেকে একটু কালো তবে দক্ষিণ ভারতীয়দের থেকে সাদা।
আর নেপাল, চিন, থাইল্যান্ড, ভারতের পূর্বাঞ্চল, বার্মা, জাপান এরা হচ্ছে মঙ্গোলদের জাতি। যাদের শীতের পরিবেশে থাকার কারণে চোখের উপর ও নিচে চর্বির স্তর রয়েছে, তাই চোখ ছোট দেখায়।
তাছাড়া ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি ও নেটিভ অস্ট্রেলিয়ানরা হলো অস্ট্রোলয়েড জাতি।
আমরা বাঙ্গালীরা প্রধানত অস্ট্রোলয়েড অর্থাৎ অস্ট্রিক জাতি তবে আমাদের ভাষা হলো আর্য ভাষা। আর গায়ের রং হলো কিছুটা দ্রাবিড়দের মতো।
অর্থাৎ আমরা একটি সংকর জাতি।
© Collected (FB ID: Pierre Currie)