বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিখ্যাত,স্বনামধন্য নেতা ও রাজনীতিবিদ ছিলেন।তাঁর নাম-দাম প্রচুর ছিল।হতে পারে এমন একজন নেতাকে হত্যা করা অবৈধ ছিল বা পাকিস্তান সরকার যদি তাঁকে হত্যা করত তাহলে অন্যান্য দেশ এর বিরোধিতা করত যা পাকিস্তানের বিপক্ষে যেত।আবার বঙ্গবন্ধু কে হত্যা করলে বাংলাদেশের মানুষ ক্ষেপে যেত।তখন পাকিস্তান পরাজয় নিশ্চিত থাকত।
এসব কারণেই হতে পারে বঙ্গবন্ধু কে হত্যা করা হয় নি।