অনেক জীবিত বা মৃত উদ্ভিদের গায়ে মাঝেমধ্যে অন্যান্য উদ্ভিদকে বড় হতে দেখা যায়। এসকল উদ্ভিদ মূলত দুই ধরনের। প্রথমত এরা শুধুমাত্র অই পোষক উদ্ভিদকে আশ্রয় হিসেবে গ্রহন করে বাতাস বা অন্য কোনো মাধ্যমে খাদ্য গ্রহণ করে কিন্ত আশ্রয়দাতা উদ্ভিদের কোনো ক্ষতি করেনা।
দ্বিতীয়ত এই ধরনের উদ্ভিব আশ্রয়দাতার শরীরে জন্মনিয়ে সেই উদ্ভিদ থেকেই চোষক অঙ্গের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। যেমন স্বর্নলতা।