প্রায় প্রতিটি প্রাণী এক সঙ্গে থাকলে একে অপরের প্রতি টান অনুভব করে। আর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এই টান তৈরি করে অক্সিটোসিন হরমোন। আমাদের একান্ত আপনজন যেমন আমাদের বাবা মা জন্ম থেকে আমাদের লালন পালন করে বড় করে তোলে। কিংবা ভালবাসার মানুষ যার সঙ্গে আমরা জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি, প্রতিটি ক্ষুদ্র বিষয়, আনন্দের হোক বা কষ্টের, আমরা সবার আগে তাদের সঙ্গে আলোচনা করি। এই সময় আমাদের মাঝে অনেক আবেগ কাজ করে। এই আবেগকে তাড়িত করে আমাদের শরীরের অক্সিটোসিন হরমোন। এটি একটি প্রাণীর সঙ্গে ওপর প্রাণীর মাঝে বন্ধন সৃষ্টি করার জন্য দায়ী। তাই সন্তানের সঙ্গে বাবা-মা কিংবা স্বামী-স্ত্রী, ভাই-বোন এই দীর্ঘ সময়ের বন্ধনের জন্যই আমরা কোনো বিপদ বা দুর্যোগে পড়লে তাদের কারো না কারো কথা মনে করি।