মাঝেমধ্যে দেখা যায় যে মা বাবার পরে কোনো রক্তের সম্পর্ক নেই এমন মানুষের প্রতি আমাদের একই ভালোবাসা সৃষ্টি হয় যা আমাদের বাবা মায়ের প্রতি থাকে,ফলে আমরা সেই মানুষ টির জন্য পরিবার পরিজন কে ছাড়তে ও রাজি থাকি। এর পেছনে বৈজ্ঞানিক কারণ ও ব্যাখ্যা দুটোই রয়েছে।
ভালোবাসা সৃষ্টি হয় আকর্ষণ থেকেই।বিজ্ঞান আকর্ষণকে তিনটি ভাগে বিভক্ত করেছে।
১. শারীরিক আকর্ষণ; এই আকর্ষণের পেছনে দায়ী ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন। কেননা,শারীরিক চাহিদা নারী-পুরুষ উভয়ের ই হতে পারে।
২.সাময়িক ভালোলাগা; এর জন্য দায়ী ডোপামিন এবং এডরেনিলিন হরমোন। ঠিক এই হরমোন গুলো এক্সাইটমেন্ট হলে ক্ষরিত হয়।
৩. লং টাইম আকর্ষণ যেটিকে আমরা ভালোবাসা বলি। এই সম্পর্কেই আপনার প্রশ্ন ছিল। ওয়েল! এর জন্য দায়ী অক্সিটোসিন হরমোন। একে 'হরমোন অভ লাভ/হেট' বলে। কেননা, ভালোবাসা এবং ঘৃণা উভয়ের জন্যই এটি দায়ী। মা এবং সন্তানের মধ্যে একে অপরের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তা ও এই হরমোনের ক্ষরণের কারণে হয়।মা আমাদের জন্ম দেওয়ার পর ব্রেস্ট ফিড করলে, সন্তানকে আদর করলে অক্সিটোসিন হরমোন নিঃসরিত হয়। এই কারণেই হয়তো কেউ পরিবার পরিজন ছেড়ে ভালোবাসার মানুষের কাছে যেতে পারে।