সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, মাকড়সার জালে ক্ষত নিরাময়ের ক্ষমতার রয়েছে। এর কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘K’ রয়েছে। যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। মাকড়সার জালের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতাও রয়েছে। যা শুধুমাত্র চোট-আঘাতকেই সারিয়ে তুলতে সাহায্য করে না, লিগামেন্টের চোট সারিয়ে তুলতেও সাহায্য করে। এমনকি অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এর অবদান অনেক।
গ্রিক ও রোমানদের যুদ্ধের সৈন্যদের চোট-আঘাত লাগা স্থানে মাকড়সার জাল গজের মতো চোটের উপর ব্যবহার করা হত। এতে নাকি ওষুধের থেকেও ভাল কাজ হত।
তবে খেয়াল রাখতে হবে, মাকড়সার জালটি যেন অপরিষ্কার না হয় কিংবা বিষাক্ত না হয়। তাই অযথা এই পদ্ধতি ব্যাবহার করতে যাবেন না।
©️Shawan Chowdhury