জাপান, কোরিয়া, চীন এবং মালয়েশিয়া সহ এশিয়ার বেশ কিছু দেশের লিফটে প্রায়শই ৪ (চার) বা 4 (Four) সংখ্যাটি দেখা যায় না। এর পেছনে ভাষাগত কারণ এবং কিছু বিশ্বাস কাজ করে।
প্রথমত; জাপানিজ, কোরিয়ান এবং চায়নিজ ভাষায় 'চার' এবং 'মৃত্যু' শব্দ দুটির উচ্চারণ একই৷ যেমন; জাপানিজ ভাষায় এই দুটি শব্দকেই し(shi), কোরিয়ান ভাষায় 사(sa) এবং চাইনিজ ভাষায় শব্দ দুটির উচ্চারণ যথাক্রমে sǐ এবং sì। যা খুব কাছাকাছি।
একারণে এরা ৪ (চার) শব্দটি বলতে, দ্বিধা বোধ করে থাকে।
দ্বিতীয়ত; অনেকেই ৪ (চার) সংখ্যাটিকে অশুভ বলেও মনে করে থাকে।
উল্লেখ্য দেশগুলোর লিফটে ৪ (চার) সংখ্যাটি এড়িয়ে চলার পেছনে এই কারণ গুলোই রয়েছে।
- নাহিদ জাহান ভূঁইয়া। Student Executive ; Science Bee.