আমাদের দেশের অনেক মানুষের মধ্যেই ধারনা আছে যে চাইনিজ বা চীনা প্রোডাক্ট মানেই খারাপ কোয়ালিটির প্রোডাক্ট। আর এই ধারনার মূল কারণ আমরা বেশিরভাগ সময়ই বাজারে দেখি সস্তায় খারাপ কোয়ালিটির চীনা প্রোডাক্ট বিক্রি হচ্ছে।
কিন্তু চীনা প্রোডাক্ট মানেই খারাপ কোয়ালিটির প্রোডাক্ট তা কিন্তু না। চীনের অর্থনীতি বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতি গুলোর মধ্যে একটা। সারা বিশ্বে চীনের তৈরি করা প্রোডাক্টের বিশাল বাজার রয়েছে। চীনে অনেক উচ্চমানের থেকে শুরু করে অনেক নিম্নমানের অর্থাৎ সব রকম কোয়ালিটির প্রোডাক্টই তৈরি হয়। আর প্রোডাক্টের দাম অনুযায়ী এর কোয়ালিটি উঠানামা করে।
এমনকি চীন সেইম প্রোডাক্টেরই কয়েকটা ভার্সন তৈরি করে থাকে। দাম অনুযায়ী সেগুলোর কোয়ালিটি আলাদা আলাদা হয়। বেশি দামে ভালো কোয়ালিটির আর সস্তায় খারাপ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাবে এমন।
আর আমাদের দেশ যেহেতু তৃতীয় বিশ্বের অন্তর্ভুক্ত দেশ, তাই এখানে প্রধানত খারাপ কোয়ালিটির কিন্তু সস্তা চীনা প্রোডাক্ট আমদানি করা হয়,কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষের জন্য সেগুলো কেনা সহজ,অর্থাৎ আমাদের দেশে সস্তা প্রোডাক্টের বিক্রি বেশি হয়,তাই সেগুলো বেশি আনা হয়।
তবে এখন উন্নতমানের অনেক চীনা প্রোডাক্টও আমাদের দেশে আমদানি করা হচ্ছে, তাই চীনা প্রোডাক্ট মানেই খারাপ কোয়ালিটি, এই কথাটা বলা যাবেনা।