বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হলে লিফট বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। এখন লিফট বন্ধ হলে একটা দমবন্ধকর পরিবেশ সৃষ্টি হবে। গণনানুসারে একটা সাধারণ সচারাচর লিফটে ৮০০০ লিটার গ্যাস সর্বমোট সাপ্লাই হয়, তা দিয়ে ৩০ ঘণ্টার মতো একজন মানুষ নিঃশ্বাস নিতে পারে। কিন্তু মানুষ এতক্ষণ আটকে থাকবে কিনা, থাকলেও বাঁচতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ দমবন্ধকর সেই অবস্থায় প্যানিক অ্যাটাক হওয়াটাই স্বাভাবিক, তার উপর কিছু না খেয়ে থাকা মানে দুর্বল হয়ে যাওয়া। তাই সব দিক দিয়ে বলা যাত একান্ত ক্রাইসিস মোমেন্ট না হলে একজন মানুষ অনেকক্ষণই থাকতে পারবে।
ক্রেডিট: মিথিলা ফারজানা মেলোডি