গ্রামীণ অঞ্চলে সন্ধ্যা হওয়ার পর থেকেই আমাদের কানে যে ভুতুড়ে আওয়াজটি ভেসে আসে তাকে আমরা অনেকেই হয়তো শিয়াল এর কোলাহল বা ডাকাডাকি বলে আখ্যায়িত করে থাকি।তবে কখনো কী ভেবে দেখেছেন শিয়াল রাতেই কেন এত ডাকাডাকি করে থাকে?
মানুষের জন্য শিয়ালের ডাক শোনা ভীতিকর হলেও এই ভুতুড়ে কান্না আসলে শিয়ালের জন্য লোভনীয় সুর। তারা বিভিন্ন কারণে বিভিন্ন শব্দ করে থাকে ।
উদাহরণ স্বরূপ, কখনো কখনো চিৎকার প্রতিদ্বন্দ্বী শিয়ালের মধ্যে অঞ্চল নিশ্চিত করতে ব্যবহৃত হয়।তাছাড়াও তার কাছের কোনো বন্ধুর সাথে যোগাযোগ করার জন্য। একত্রিত হয়ে কিছু সময় কাটানোর জন্য। কোথা থেকে, কীভাবে খাবার সংগ্রহ করবে সেই পরামর্শ করার জন্য। আর রাত নামলেই খাবারের খোঁজে লোকালয়ে বেরিয়ে আসে।
তবে তাদের ডাকাডাকি সঙ্গম কল/বার্তা হিসাবে কাজ করে, যার মাধ্যমে তারা তাদের আশেপাশের সম্ভাব্য সঙ্গীদের কাছে তাদের ভিক্সেনের উপস্থিতি সম্প্রচার করে। ফলে পুরুষ প্রজাতি স্বাভাবিকভাবেই এই কল/বার্তা গুলির প্রতি আকৃষ্ট হয়। শব্দ যত শক্তিশালী এবং মজবুত হবে, সঙ্গীকে আকর্ষণ করার সম্ভাবনা তত বেশি।
Shah Sultan Nur
Source : The Journal