হ্যা। ব্যাবহার, পছন্দ ও দৃষ্টিভঙ্গি জিন বাহিত হতে পারে।
তবে তার পরিমাণ খুবই কম। যেমন অভিভাবক যদি শান্ত স্বভাবের হয়, তাহলে সন্তানও শান্ত স্বভাবের হতে পারে। তবে অভিভাবকের গুণাবলী সন্তানে দেখা গেলে, তা জিনের জন্য নয়, বরং সন্তানের আশেপাশের পরিবেশ পরিস্থিতির কারণে হয়ে থাকে বলাটা বেশি গ্রহণ যোগ্য। মানুষ অনুকরণ প্রিয়। মানব শিশু তার পিতামাতার সাথেই বড় হয়। তাই পিতামাতার মত ব্যাবহার, পছন্দ ও দৃষ্টিভঙ্গি থাকাটা খুবই স্বাভাবিক। এটি মূলত সামাজিকীকরণ প্রক্রিয়ারই অংশ। তবে এর মধ্যে কিছু বৈশিষ্ট জিন বাহিত হতেও পারে।