ব্যাখ্যা ১ঃ নদীর পানি সাগরে গিয়ে পড়ে। কিন্তু এ দুয়ের পার্থক্য হলো সাগরের পানি জমা হচ্ছে চার থেকে পাঁচ শ কোটি বছর ধরে কিন্তু সে তুলনায় নদীর পানি হয়তো মাত্র কয়েক লাখ বছর ধরে বয়ে চলেছে। আরেকটি পার্থক্য হলো নদী প্রবাহিত হওয়ার সময় মাটির লবণ ও খনিজ পদার্থ ধুয়ে সাগরে নিয়ে যায় নদীর পানিতে এসব পদার্থ জমে থাকার সুযোগ কম। সাগরের পানি বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে ও বৃষ্টি হয়ে নেমে আসে। এভাবে সাগরে লবণের অনুপাত বাড়তে থাকে। নদীতে সে রকম হতে পারে না। এখানে মনে রাখা দরকার, জোয়ারের সময় নদীর মোহনায় সাগরের পানি চলে আসে। এ কারণে খুলনার ভৈরব রূপসা প্রভৃতি নদীর পানি কিছুটা লবণাক্ত। জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানির উচ্চতা বাড়ছে এ জন্য আমাদের দেশের কিছু নদীর পানি মোহনার পরও উজানে বেশ কিছুদূর পর্যন্ত লবণাক্ত হয়ে পড়ছে।
ব্যাখ্যা ২ঃ সমুদ্রের পানি লবণাক্ত পানি লবনাক্ত কেন সমপ্রচলিত ভুল ধারণা হলো বৃষ্টির পানিতে বড় বড় লবণের পাহাড় গলে গিয়ে সমুদ্রে পড়ে বলেই সমুদ্রের পানি লবণাক্ত। সত্যিটা আরেকটু জটিল। তবে এটা ঠিক যে সমুদ্রের পানির লবণের উৎস কিন্তু স্থলভূমিই। বৃষ্টির পানিতে কার্বন ডাই অক্সাইড মিশে থাকে। যা এটাকে এসিডিক করে তোলে। এ পানি যখন ভূমিকে ক্ষয় করে গড়াতে থাকে তখন এটি একটি আয়ন নির্গত করে বৈদ্যুতিক চার্জযুক্ত পরমাণু।। নদী ও খাল-বিল সেই আয়ন দ্রবীভূত করে নিয়ে যায় সমুদ্রে। এর মধ্যে কিছু আয়ন শুষে নেয় পানিতে থাকা জলজ উদ্ভিদ। তবে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন থেকেই যায়। সেগুলোই সমুদ্রে গিয়ে জোট বাঁধতে থাকে। আর সোডিয়াম ক্লোরাইডই হলো আমাদের প্রতিদিনকার খাওয়ার লবণ। সমুদ্রে কী পরিমাণ লবণ আছে জানো? যদি সমুদ্রের সব পানি শুকিয়ে ফেলা হয় তবে যে পরিমাণ লবণ তৈরি হবে তা দিয়ে গোটা জোট বাঁধতে থাকে। আর সোডিয়াম ক্লোরাইডই হলো আমাদের প্রতিদিনকার খাওয়ার লবণ। সমুদ্রে কী পরিমাণ লবণ আছে জানো? যদি সমুদ্রের সব পানি শুকিয়ে ফেলা হয়, তবে যে পরিমাণ লবণ তৈরি হবে তা দিয়ে গোটা পৃথিবীর ওপর ৫০০ ফুট উঁচু একটা স্তর বানানো সম্ভব।
ব্যাখ্যা ৩ঃ সমুদ্রের পানি লবণাক্ত কেন? পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। খাল-বিল পুকুর হ্রদ- সব জায়গায়ই থাকে পানি। কিন্তু এসব জায়গার পানি সাধারণত লবণাক্ত হয় না। সমুদ্রের পানি সবসময়ই লবণাক্ত। কেন হয় সমুদ্রের পানির ভেতরে লবণ আসে মূলত ডাঙা বা স্থলের পাথর থেকে। বৃষ্টিপাতের সময় বৃষ্টির যে ফোঁটাগুলো ডাঙায় পড়ে সেগুলোতে আশপাশের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড মিশে যায়। কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড যার ফলে বৃষ্টির পানি একটু অ্যাসিডিক হয়ে যায়। এই বৃষ্টির পানি যখন পাথরের গায়ে পড়ে তখন এর ভেতরের অ্যাসিড পাথরের গা বেয়ে নামে এবং আয়ন তৈরি করে। এই আয়নগুলো আবার গড়িয়ে পড়ে নদী বা হ্রদের জলে। সেখান থেকে গিয়ে মেশে সমুদ্রের পানিতে।এভাবে বিভিন্ন রকম আয়ন সমুদ্রের পানিতে থাকে। এগুলোর মধ্যে কিছু সামুদ্রিক জীব খাদ্য উৎপাদন ও অন্যান্য কাজে ব্যবহার করে এবং সমুদ্রের পানি থেকে সরিয়ে ফেলে। বাকিগুলো সমুদ্রের পানিতেই মিশে থাকে। দীর্ঘ সময় এভাবে সমুদ্রের পানিতে থেকে আয়নগুলোর পরিমাণ বাড়তে থাকে। এসব আয়নের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন। সমুদ্রের পানিতে এই দুটোর পরিমাণ ৯০ শতাংশ। সোডিয়াম ও ক্লোরিন লবণাক্ত। মূলত এই দুটো মৌল একত্রিত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড যাকে আমরা বলি লবণ। সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিন আয়ন মিলে লবণ তৈরি করে। এই দুটোর পরিমাণ অনেক বেশি হওয়ায় সমুদ্রের পানিতে লবণের পরিমাণও অনেক বেশি থাকে।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।