সমুদ্রের পানিতে নানা রকম লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, কিন্তু নদীর পানি সাধারণ পানি। ফলে সমুদ্রের পানির ঘনত্ব বেশি এবং নদীর পানির ঘনত্ব কম। উদাহরণস্বরূপ বলা যায়, সমুদ্রের পানির ঘনত্ব ১.০৩ গ্রাম/ঘন সেমি. এবং নদীর পানির ঘনত্ব ১গ্রাম/ঘন সেমি. । ফলে সমুদ্রের পানির প্লবতা বেশি আর নদীর পানির প্লবতা কম। যেহেতু সমুদ্রের পানির প্লবতা বেশি, সেহেতু সমুদ্রের পানিতে সাতারুর শরীর হালকা বােধ হয় এবং তাহার পক্ষে সাঁতার কাটা অধিকতর সহজ হয়।