পলক হলো অতি স্বল্প সময় বা মুহূর্তকাল। ঘড়ির হিসেবে এটা হবে ২৪ সেকেন্ড।
ক্ষণ হলো পলকের চেয়ে বড়। ক্ষণ = চার মিনিট।
নিমিষ হলো ক্ষণ এর চার গুন। অর্থাৎ এক নিমিষে ১৬ মিনিট।
এক দণ্ড সমান ২৪ মিনিট আবার দু-দণ্ডে হয় এক মুহূর্ত অর্থাৎ এক মুহূর্ত হলো ৪৮ মিনিট।
প্রহর সমান হলো তিন ঘণ্টা।
- নাহিদ জাহান ভূঁইয়া