Nishat Tasnim-
গরু মূলত বর্ণান্ধ (Colour Blind)। শুধু লাল, নীল এবং অনান্য মৌলিক রঙ নয়, এরা কোন রঙই দেখতে পারে না। গরুর চোখের রেটিনা ঠিক আমাদের চোখের মতো নয়। আমাদের চোখে ‘বেনিআসহকলা’র যেমন সবকটি রঙ এসে ধরা দেয় গরুর চোখে তেমন ঘটে না। আমাদের চোখ যেমন আল্ট্রা ভায়োলেট রে, এক্স-রে, গামা রে, বেতার তরঙ্গ ইনফ্রারেড তরঙ্গ ধরতে পারে না তেমনি গরুর চোখ ‘বেনিআসহকলা’র সাতটি রঙয়ের কোনোটাই ঠিক মতো ধরতে পারে না।
তবে অনেক সময়ই আমরা দেখি যে লাল রঙ দেখে ষাঁড় রেগে গিয়ে গুঁতো মারতে আসে। এটা আসলে রঙ দেখে না, কাপড়ের নড়াচড়া দেখে। লাল ছাড়া অন্য রঙের পর্দা বা কাপড়ের নড়াচড়া দেখলেও গরু উত্তেজিত হয়ে তেড়ে আসে।
©নুসরাত জাহান মিলি