বাংলাদেশে এই প্রথম রকেট তৈরি করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী।
তারা নিজেদের মেধা-মনন আর পরিশ্রমে ধূমকেতু এক্স-প্রজেক্ট এর ব্যানারে এবং ধুমকেতু এক্স টিমের সহায়তায় ধূমকেতু ০.১ এবং ধূমকেতু ০.২ নামের দুইটি রকেট তৈরি করে। এছাড়া ধূমকেতু-১ ও ধূমকেতু-২ নামে দুটি মডেলের আরও চারটি রকেট তৈরি করা হয়। ধূমকেতু-১ লম্বায় ৮ ফুট করে, দুটি মিলে ১৬ ফুট লম্বা। আর ধূমকেতু-২ প্রতিটি ৬ ফিট করে, দুটি মিলে ১২ ফিট লম্বা। আর আয়তনের দিক থেকে বড় রকেটটি ৬ ইঞ্চি এবং ছোটটি ৪ ইঞ্চি। কিন্তু আমরা রকেট বিষয়ক প্রযুক্তির দিক থেকে পিছিয়ে বিধায় তা এখনো উৎক্ষেপনের কোনো চিন্তাভাবনা করা হয়নি।