ক্ষেত্রফল দ্বিমাত্রিক (শুধু দৈর্ঘ্য আর প্রস্থ হিসেব করা হয়),আয়তন ত্রিমাত্রিক ( উচ্চতা সহ হিসাব করা হয়)।
বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার, এর দ্বারা বুঝানো হয় যে, এই ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার ক্ষেত্রে শুধু ভূমিই বাংলাদেশের নয় বরং ভূমি থেকে আকাশ পর্যন্ত সব বাংলাদেশের অন্তর্ভূক্ত। তবে হিসাবের সুবিধার্থে এতো বড় উচ্চতা গণনা না করে আয়তন শব্দটি ব্যাবহার করা হয়।আয়তন শব্দটি দ্বারা বুঝানো হয় যে ভূমি থেকে আকাশ সব বাংলাদেশের অন্তর্ভূক্ত।