Nishat Tasnim-
কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের ১২৫ কিঃমিঃ পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া ও না পাওয়ার জন্য সূর্যের অবস্থান ও আলোর প্রতিফলন দায়ী। শীতে সূর্য দক্ষিণ দিকে হেলে পড়ে। ফলে পাহাড়ে আলো তীর্যকভাবে পড়ে এবং প্রতিফল হয়ে কাঞ্চনজঙ্ঘাসহ অন্যান্য শৃঙ্গগুলো দেখা যায়।