Nishat Tasnim
কিছু রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি। কালো রংয়ের পোশাক পরলে গরম বেশি লাগতে পারে। আবার যেসব রং তাপ শোষণ করে কম সেসব রংয়ের পোশাকে গরম কম লাগাই স্বাভাবিক। সাদা রংয়ের পোশাক পরলে গরম কম লাগে।
আবার, কোন বস্তুর উপর আপতিত আলো থেকে বস্তু যে তরঙ্গ রশ্মিটা ফিরিয়ে দেয় বস্তুর রঙ হিসেবে আমরা তাই দেখি, ফিরিয়ে দেয়া আলোক তরঙ্গের শক্তি সে বস্তু সঞ্চয় করে না। সূর্যের আলো যে সাতটি রঙের সমষ্টিতে সৃষ্টি হয়, কালো কাপড় সেই সাতটি রঙই শোষণ করতে সক্ষম। এর ফলে অন্যান্য কাপড়ের তুলনায় কালো কাপড় তাড়াতাড়ি গরম হয়ে ওঠে, একই সঙ্গে সেই তাপ বাতাসে বর্জন করে।