ডলফিন বা শুশুক পানিতে বাস করলেও এরা অন্য মাছের মত নয়। মাছের ফুলকা থাকে, যেটার মাধ্যমে তারা পানি থেকে অক্সিজেন নিতে পারে। কিন্তু ডলফিন স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ আমাদের মতই ডলফিনের ফুসফুস আছে। ফুলকা না থাকার পানিতে দ্রবীভূত অক্সিজে এরা গ্রহণ করতে পারে না, তাই কিছুক্ষণ পরপর পানির উপরে উঠে নিশ্বাস নিতে হয়।