Nishat Tasnim-
এদের মুলত The flying dragon lizard বলা হয়। এদের বৈজ্ঞানিক নাম: Draco volans।
এরা মূলত গাছ থেকে গাছে উড়ে বেড়ায়। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, চীন, লাওস অথার্ৎ দক্ষিণ-পূর্ব এশিয়াতেই মূলত এদের দেখা মেলে। এদের গড় উচ্চতা মূলত ২১ সেন্টিমিটার। লেজ ১৩ আর দেহ ৮ সেন্টিমিটার। এদের দেহের দুই পাশে ডানা দেখতে পদার্র মতো। কেবল ওড়ার সময়ই তা পরিলক্ষিত হয়। এরা মূলত গাছেই বাস করে। নীরব স্বভাবের এই প্রাণীটি পরিবেশের সঙ্গে দেহের রং মিশিয়ে ফেলতে পারে। তাই হঠাৎ এদের চোখে পড়ে না। তবে গলার থলে ফোলালে সহজেই খুঁজে পাওয়া যায়। এদের প্রিয় খাবার পিঁপড়া।
©abdul kader