কিন্তু প্রশ্ন হল ভুমিকম্পের সময় উড়ন্ত পাখিরা তা টের পায় কিনা ? উত্তরে বলব হ্যাঁ , পাখিরা উড়ন্ত অবস্থায় ভুমিকম্প বুঝতে পারে। কারণ , চুম্বকীয়ক্ষেত্র সনাক্ত করার ক্ষমতা পাখিদের অনেক বেশি। ভুমিকম্পের সময় মাটির নিচে অস্বাভাবিক চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়।