তক্ষক কামড় দিলে মারা যাবেন না তবে অন্য সমস্যা দেখা দিতে পারে।যদি সমস্যা বেশি হয় তবে প্রানহানীর সম্ভাবনাও থাকতে পারে।যদি তক্ষক কামড় দিয়ে চামড়া তুলে ফেলে বা রক্তপাত হয় তাহলে যত দ্রুত পারেন গরম পানি আর এন্টিব্যাক্টেরিয়াল সাবান দিয়ে জায়গাটা ধুওয়ার পর এন্টিবায়োটিক আর ব্যান্ডেজ দিয়ে জায়গাটা আবৃত করে রাখতে পারেন।বন্য তক্ষকের থেকে একটু সাবধান থাকা উচিত।বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে এটি থেকে।গিরগিটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
টিকটিকি ক্ষতিকর বা বিষাক্ত কোনোটির অন্তর্ভুক্ত নয়।টিকটিকি সাধারণত মানুষ কে কামড়ায় না।তবে প্রতিকূল পরিস্থিতিতে কামড়াতেও পারে যদিও তেমন ক্ষতির আশাঙ্কা নেই।প্রয়োজনে তক্ষকের মতও ব্যবস্থা নিতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ।
দুঃখিত আরজিনা কি তা আমার জানা নেই।