জ্বালানি গ্যাস যদি সম্পূর্ণভাবে দহন হয় তখন তার কালারটা নীল থাকে আর অসম্পূর্ণ দহন হলে তখন সেটা হলুদ হয়ে যায় । গ্যাসের চুলার আগুনের মধ্যে পানি ছিটানো হলে ওই অংশের তাপমাত্রা টা কমে যায় , ফলে গ্যাসের প্রবাহ মুহূর্তের মধ্যে কিছুটা ব্যাহত হয় । ফলে গ্যাস সম্পূর্ণভাবে দহন হতে পারে না , এবং অসম্পূর্ণ দহন হয় । তাই এর কালার টা তখন হলুদ হয়ে যায় ।
- Athaher Sayem