credit:Morshedul Haque Jibon
#চন্দ্রবিন্দু ঁ কখন এবং কেন ব্যবহার হয়।
তৎসম শব্দ থেকে যখন অনুনাসিক বা নাসিক্য ধ্বনি উঠে যায় তখন যে স্থান থেকে নাসিক্য বর্ণ উঠে যায় তার পূর্বের বর্ণের উপর চন্দ্রবিন্দু বসে।
যেমন-
পঞ্চ= পাঁচ
এখানে নাসিক্য বর্ণ 'ঞ' চলে যাওয়ায় 'প' এর উপর চন্দ্রবিন্দু যুক্ত হয়ে পাঁচ হয়েছে ।
তেমনি,
কাঞ্চা থেকে কাঁচা,
বঙ্কিম থেকে বাঁকা
ক্রন্দন থেকে কাঁদা
হংস থেকে হাঁস
চন্দ্র থেকে চাঁদ
গ্রাম থেকে গাঁ
দেখা যায় অনেকেই সজ্ঞানে বা অজ্ঞতা বসত চন্দ্রবিন্দু যুক্ত শব্দে চন্দ্রবিন্দু ব্যবহার করেনা। কিন্তু এই চন্দবিন্দুর এতোই শক্তি, এর বিচ্যুতিতে শব্দটির অর্থ পরিবর্তন হয়ে যায়। বাংলা ভাষায় সূক্ষ্মাতিসূক্ষ্ম কিছু বিষয় আছে তারমধ্যে চন্দ্রবিন্দুর ব্যবহার অন্যতম।
যেমনঃ গা - শরীর বা দেহ।
গাঁ - গ্রাম বা গাঁও।
গায়ে - শরীরে।
গাঁয়ে - গ্রামে।
চাদ - একটি দেশের নাম।
চাঁদ - চন্দ্র বা শশী।
তার বা তাহার - বয়োকনিষ্ঠকে বুঝায়।
তাঁর বা তাঁহার - বয়োজ্যেষ্ঠকে বুঝায়।
হাস বা হাসি - আনন্দ প্রকাশের ভঙ্গি।
হাঁস বা হাঁসি - হংস আর হংসী।
হাট - সাপ্তাহিক বাজার বসে যেখানে।
হাঁট - পায়ে হেঁটে চলা।
ধোয়া - পরিস্কার করা।
ধোঁয়া - ধূম্র।
ভাজ - তেলে ভাজতে বলা।
ভাঁজ - গুটিয়ে ফেলা।
কাদি - কলার কাদি, খেজুরের কাদি।
কাঁদি - কান্না করি।
কাদা - কর্দমাক্ত, নরম মাটি।
কাঁদা - ক্রন্দন করা, কান্না করা।
ফোটা - প্রস্ফুটিত হওয়া।
ফোঁটা - জলবিন্দু।
কাচা - ধুয়ে পরিষ্কার করা।
কাঁচা - অপূর্ণ, পাকেনি যাহা।
কাটা - কেটে ফেলা, খন্ড করা।
কাঁটা - কণ্টক, সূচালো বস্তু।
খোঁজা - সন্ধান করা।
খোজা - খাসি করণ।
আঁধার - অন্ধকার।
আধার - পাত্র।
এরকম অনেক শব্দই আছে যেগুলোতে চন্দ্রবিন্দু না দিলে পাঠককে সমস্যায় পড়তে হবে।
নিম্নে কিছু চন্দ্রবিন্দু যুক্ত শব্দ দেয়া হলোঃ
তাঁরা, পৌঁছে, পৌঁছান, ঝাঁপিয়ে, ঝাঁকি , ঝাঁকে, আঁকা, বাঁকা, ঝুঁকি, আঁকাবাঁকা, চিঁড়া, তাঁদের, হ্যাঁ, খুঁজেছি, খুঁজে, খোঁজ, জাঁক, পাঁচটা, হিঁচড়ে, হাঁচি,-কাশি, হাঁটা, হাঁস, সাঁতার, কাঁটা, কাঁধে, কাঁদতে, এঁদের, চাঁদ, মিঁয়া , শাঁসের , শিঁকে, গাঁথা, গাঁয়ের, গাঁজা, রাঁধা, রাঁড়, ফাঁক, ফাঁকা, ফাঁকি, ফিঁচকে , ইঁদুর, উঁকি, উঁচু, ঠাঁসা, ঠাঁই, ধাঁধা, অঁরি, ষাঁড়, বাঁচতে, বাঁক ,বাঁধন, ঘাঁটাঘাঁটি, ঘাঁটতে, যাঁরা, ছাঁদ, ছাঁকে, ভাঁজ, ভেঁজা, থেঁতলে, ফেঁপে, ফেঁসে, ফেঁদে, তেঁতুল, সেঁকা, বেঁধে, পেঁচিয়ে, পেঁয়াজ, পেঁচা ,পঁচা, রেস্তোরাঁ,বাঁশ, রেস্তোরাঁয়, চেঁচামেচি, চেঁচাচ্ছে, ছেঁড়া, ছুঁয়ে, ছুঁড়ে, ফোঁটা, দাঁড়িয়ে, জোঁক, বোঁচকা, ছোঁয়া, ভোঁতা, গোঁফ, গোঁড়ামি, হোঁচট, কাঁকড়া, কেঁচো, ধোঁয়া, ঊঁকি, খাঁটি, খাঁচা, আঁশযুক্ত, আঁচল, আঁকড়ে!!
আশাকরি বিষয়টি সবার মোটামুটি পরিষ্কার হয়েছে।
#coppy