গতিশক্তিকে যদি তাপশক্তিতে রুপান্তরিত করা সম্ভব হয়, তাহলে কত বেগে একটা মুরগীকে থাপ্পড় দিলে সেটা রান্না হয়ে যাবে?
অসাধারণ প্রশ্ন বৈকি, আচ্ছা ধরে নিলাম আপনি থাপ্পড় দিয়ে মুরগি রান্না করতে পারবেন, তাহলে কি পরিমাণ গতিশক্তি লাগবে?
প্রথমত গতিশক্তি থেকে তাপশক্তি বের করার সুত্র : 1/2mv^2 = mcT (m is the mass of the substance, and ΔT is the change in temperature. The symbol c stands for specific heat )
এখন ধরি,
আপনার হাতের ভর, 0.4 kg
থাপ্পড়ের গতিবেগ, 11m/s (25 mph)
মুরগির ভর, 1kg
স্পেসিফিক হিট ক্যাপাসিটি, 2720 j/kg*c
মুরগিটি রান্না হতে তাপমাত্রা লাগবে 205° (400F)
মোটামুটি জোরেসোরে একটা থাপ্পড়ে তাপমাত্রা বৃদ্ধি করে 0.0089°। তাহলে ২৩ হাজার টির মতো থাপ্পড় লাগবে একটি মুরগি রান্না করতে৷ এখন ২৩ হাজার টি থাপ্পড় আলাদা আলাদা তো লাভ নেই, একেবারে দিতে হবে এই শক্তি। সেক্ষেত্রে সেই থাপ্পড়ের গতিবেগ হতে হবে 1665.65 m/s অথবা 3725.95 mph !