মানবদেহের বিভিন্ন অঙ্গে রক্তের বেগ বিভিন্ন রকম এবং তা নির্ভর করে ঐ অঙ্গটি কতটা রক্ত নিজের মধ্যে চালিত করে তার উপর।যেমন ধরুন - হৃৎপিণ্ডের এ্যাওর্টাতে(Aorta) রক্ত ২.৫ বর্গ সে.মি. ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রায় ৩৫ সেমি/সেকেণ্ডে যেতে থাকে।আবার যখন রক্ত শীর্ণ শিরা, উপশিরা ও ধমনির মধ্য দিয়ে যায় তখন এর গতি প্রায় ১.৬ সেমি/সেকেণ্ডের মত হয়।
সুতরাং, রক্তের নির্দিষ্ট কোনো বেগ নেই, স্থান অনুযায়ী রক্তের বেগ পাল্টায়।