খুবই সুন্দর প্রশ্ন।এখানে দুটি উপায় হতে পারে।যদি মাছিটি গাড়ির মধ্যে উড়ন্ত অবস্থায় গাড়ির মধ্যে স্থির থাকে তবে সে গাড়ির বেগের সমান বেগ অনুভব করবে।আর যদি উড়ন্ত অবস্থায় গতিশীল চলমান থাকে তবে গাড়ির বেগে ও মাছির উড়ন্ত চলমান বেগের সমষ্টি হবে মাছির বেগ।অবশ্য গাড়ির বেগ ও মাছির আলোর বেগের থেকে কম হতে হবে।যদি আলোর বেগের বেগের সমান বেগে মাছি ও গাড়ি একই দিকে গতিশীল হয় তবে মাছিটি আলোর বেগের সমান বা পূর্বের বেগ অপরিবর্তিত বেগে চলবে।যদি কখনো আলোর বেগে কোন বস্তু চলা সম্ভব নয়।
ধন্যবাদ ):