যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে। উদাহরণ– নিকেল, লোহা, কোবাল্ট ইত্যাদি। যে সকল পদার্থ কোন চুম্বক পদার্থ দ্বারা আকর্ষিত হয় না, কিংবা যেসব পদার্থকে চুম্বকে পরিণত করা যায় না, ঐ সকল পদার্থকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণ– তামা, পিতল, সোনা ইত্যাদি।