হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ডিটারজেন্ট(ক্ষার যুক্ত) এক সঙ্গে মিশে লবণ ও পানি তৈরি করে। তবে পাকস্থলীর হাইড্রোক্লরিক অ্যাসিড প্রশমিত করার জন্য ডিটারজেন্ট খেলে কি কোনো ক্ষতি হবে?
ডিটারজেন্টে শক্তিশালী ক্ষার, ফসফেটসহ বিভিন্ন উপাদান থাকে।
ডিটারজেন্ট সেবনের মাধ্যমে আপনার মুখগহ্বর, খাদ্যনালী মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং জ্বালাপোড়া শুরু হবে। এর ফলে মৃ*ত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই ডিটারজেন্ট খেয়ে লবণ পানি উৎপন্নের চিন্তা মাথায় না আনাই ভালো হবে।
American chemical society