ক্যান্সার সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে যে কোনো ভাবে ব্যাথা পেলে বা খতর সৃষ্টি হলে সেখান থেকে ক্যান্সার হতে পারে। তবে কোনো গবেষণায় এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যাথা পেয়ে রক্ত জমাট হওয়া,ক্ষত, ভাঙ্গা হাড় বা এই জাতীয় অন্যান্য আঘাত ক্যান্সার সৃষ্টি করে না। কখনও কখনও এমন হয় একজন ব্যক্তি কোনোভাবে শারীরিক আঘাত পেয়ে ডাক্তারের কাছে গেলে ডায়াগনসের মাধ্যমে তার ক্যান্সার ধরা পড়ে। তবে এটির সঙ্গে সেই আঘাতের কোনো সংযোগ নেই। তার শরীরে ক্যান্সারের কোষ আগে থেকেই সুপ্ত ছিল।
অনেকের ধারণা থাকে রক্ত জমাট থেকে ক্যান্সার হতে পারে। ক্যান্সার নিজেই শরীরে রক্ত জমাট হওয়ার সম্ভাবনা বাড়ায়। ডিপ ভেইন থ্রম্বোসিস (DVT) হওয়ার জন্য ক্যান্সার একটি ঝুঁকির কারণ হিসেবে পরিচিত। তবে যদি কোনো ভাবে ব্যাথা পাওয়ার পর রক্ত জমাট বাঁধলে স্বাভাবিক ভাবে সময়ের সাথে তা না ঠিক হয়ে যায় তবে ডাক্তারের সরণাপন্ন হতে হবে। কেননা ক্যান্সারে আক্রান্ত যে কোনো ব্যক্তির রক্ত জমাট বাঁধার হার বেশি।
সোর্স: American Cancer Society