আমাদের বৃহদান্তে খাবারের অপাচ্য অংশ জমে।বৃহদান্তে প্রচুর ব্যাকটেরিয়া থাকার কারনে ঐ অপাচ্য অংশ মলে পরিনত হয়।সেই সাথে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন করে।ঐ সকল গ্যাস এ সালফার থাকার কারনে পাদে গন্ধ হয়।
যেহেতু সালফার যুক্ত গ্যাস বায়ু দূষণ করে তাই পাদ বায়ু দূষণ করে ।
ভালো ভাবে আমি বুঝতে পারলাম না মনে হয় ।আপনারা ক্লাস ১১-১২ শ্রেণির জীববিজ্ঞান ২য় পত্রের পরিপাকের বৃহদান্ত্রের কাজ পড়লে ভালো ভাবে বুঝতে পারবেন।
কিন্তু বায়ু দূষণ হবে বলে পাদ আটকিয়ে রাখা হবে বোকামির কাজ।পাদ দিন সুস্থ থাকুন