উপদেশ হিসেবে সব সময় কিছু কথা বলে থাকি সেগুলো হলো-
১.সৎ ও কন্টিনিউস ভাবে পরিশ্রম করুন
২.ধৈর্য্য ধরুন ও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করুন।
৩.সব সময় সত্য কথা বলুন।
৪.সময়ে সৎ ব্যবহার করুন ও সময় অধিক গুরুত্ব দিয়ে সব কাজ করুন
৫.অতীত ও ভবিষ্যতে নিয়ে চিন্তা না করে একটি লক্ষ্য স্থির করুন ও সেভাবে বর্তমানে প্রতিটি সেকেন্ড সৎ ভাবে সময়কে ব্যবহার করুন।কারণ আপনার ভবিষ্যত নির্ধারণ করবে আপনার বর্তমান পরিশ্রমের উপর।অতীতকে মনে না রেখে অতীতের শিক্ষাগুলোকে মনে রাখেন।
৬.যে ভুলগুলো একবার করেছেন সেই ভুলগুলো যাতে দ্বিতীয় না হয় সেগুলো খেয়াল রাখুন।কি কারণে সেই ভুল হয়েছে সেটা সমাধান করার চেষ্টা করুন সামর্থ্য অনুসারে।
৭.কখনো হতাশ না হয়ে ধৈর্য্য ধরুন। সব সময় হাশি খুশি থাকুন।
ধন্যবাদ