পরম অন্ধকার বা একেবারে অন্ধকার বলতে কিছু নেই।
অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি, তবে সেক্ষেত্রে কোনো আলো নেই বললে ভুল হবে। আলো হচ্ছে রংধনুর সাতটি রংয়ের উপস্থিতি এবং সাদা রংয়ে সেই ৭টি রংই থাকে। তাই একমাত্রই সাদা রং-ই আলোকে পরিপূর্ণভাবে প্রতিফলিত করতে পারে।
রাতের অন্ধকারে কদাচিত আলো থেকে যায়, যা অধিক উজ্জ্বল বস্তু (সাদা রং) থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে।
যেমন- রাতের অন্ধকারে সাদা শার্ট, কাপড় - এগুলো কিন্তু দেখা যায়, কারণ সাদা হচ্ছে অধিক উজ্জ্বল এবং সবথেকে বেশি আলো প্রতিফলিত করতে পারে।