এটি একটি প্রচলিত সামাজিক সংস্কার বা কুসংস্কারমূলক ধ্যান-ধারণা। কেউ কেউ হয়তো তা বিশ্বাস করে থাকেন এবং এর চর্চাও করে থাকেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এর কোনো বৈধতা-স্বীকৃতি নেই। সমাজে অনেক কিছুই ঘটে থাকে অন্ধ অনুকরণে, ধর্মান্ধ প্রচারে এবং শোনা কথায় বিশ্বাস করে। এতে ঝড়ে বক মরার মতো কারো কারো হয়তো উপকার হতেও পারে, কেউ বা মৃত্যুবরণ করতে পারে- উভয়ই সম্ভব সামাজিক কুসংস্কার পরিপালনের মাধ্যমে। তবে সচেতন মানুষের উচিত এসবে বিশ্বাস না করা এবং যথাযথ চিকিৎসা নেওয়ার জন্য অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া।