আমরা জানি ব্যাটারি তে ডিসি কারেন্ট থাকে। শরীরের ভিতর দিয়ে ৬০/ ৫০ হার্জ কম্পাঙ্কের এসি বিদ্যুৎ প্রবাহ ১ মিলিএম্পিয়ার (আরএমএস) হলেই একজন ব্যক্তি তা অনুভব করতে পারেন, কিন্তু ডিসি হলে কমপক্ষে ৫ মিলিএম্পিয়ার লাগে অনুভূতি সৃষ্টি করতে। ব্যাটারিতে এই ডিসি কারেন্ট মানুষের সহনশীলতার সীমার মধ্যে থাকে এবং কমপক্ষে ৫ মিলিএম্পিয়ারের এর চেয়ে বেশি হয়। তাই আমরা হাল্কা শক অনুভব করি। কিন্তু এসি কারেন্ট এর শক খুব বেশি লাগে। এর কারণ রেফারেন্স দেয়া আছে।
রেফারেন্সঃ এসি কারেন্টকে ডিসি কারেন্ট থেকে বেশি বিপদজনক বলা হয় কেন? - Quora