Arafat Sadit কোন একটা তারের উপর মানুষ,বাদুর,কাক যাই বসুক না কেন তা মারা যাবে না যদি না তার শরীর অন্য কোন বিদ্যুত পরিবাহীর সাথে যুক্ত থাকে।আসলে শক লাগার কারণ বৈদ্যুতিক পটেনশিয়াল(ভোল্ট) না,কারণ পটেনশিয়াল ডিফারেন্স।যেকোন এক তারে কিছু বসলে লাইন আর প্রাণীর পটেনশিয়াল সমন থাকে বলে কিছু হয় না।কিন্ত কোণ প্রাণী যদি দুটি তারে একসাথে লেগে থাকে তবে লাইভ আর নিউট্রাল লাইনের পটেনশিয়াল পার্থক্যের কারণে শক খাবে।বাদুরের সাইজ বড় হওয়ায় আর দৃষ্টিশক্তি দুর্বল থাকায় দুটি প্যারালাল লাইনের মধ্যে আটকা পড়ে তা মারা যায়