আমাদের গ্রহের সকল উপাদান এসেছে নক্ষত্র থেকে। আমাদের রক্তের আয়রন, হাড়ের ক্যালসিয়াম, গ্রহণ করা অক্সিজেন,দেহের সমস্ত অণু পরমাণু যা কিছু আছে সেগুলি আমাদের গ্রহের অন্যান্য উপাদানের মতো কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্রের মধ্যে তৈরি হয়েছিল। তাই আমরা বলতেই পারি যে আমরা আক্ষরিক অর্থেই নক্ষত্রের সন্তান।