কারণ এর পিছনে প্রচ্ছন্ন জিন দায়ি । মেন্ডেলের থিওরী অনুসারে দুই ধরনের জিন থাকে একটি প্রকট আরেকটি প্রচ্ছন্ন। মা বাবা উভয় থেকে যদি প্রছন্ন জিনটি কাজ করে তবে সে ক্ষেত্রে মা বাবার সাথে সন্তানের বৈশিষ্ট্য ভিন্ন দেখায়। তাই অনেক সময় মা বাবা ফর্সা কিন্তু সন্তান কালো হয় একই ভাবে মা বাবা কালো কিন্তু সন্তান ফর্সা হয়।