অত্যন্ত দ্রুত গতিতে (আলোর গতির কাছাকাছি গতিতে) চললে আপনার আপেক্ষিক ভর বাড়বে। তবে আপনার দেহের বা কোনো বস্তুরই আয়তন বাড়বে না। শুধু সময়টা ধীর হয়ে যাবে। কিন্তু আপনি থামার সাথে সাথে আপনার ভর মাপলে ওই একই ভর পাবেন। কেননা, উচ্চ গতিতে আপনার আপেক্ষিক ভরই কেবল বেড়েছে। তাই এতে আপনার ভর, দৈর্ঘ্য, প্রস্থ কিছুরই পরিবর্তন হবে না, শুধু সময় ধীর হওয়ায় দুটি বস্তুর স্থায়ীভাে সময়ের ব্যবধান তৈরি হবে।