আমরা সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব থেকে জানি বস্তুর ভরের কারণে স্থানকাল বেঁকে যায় এবং এর জন্য বেশি ভরের বস্তুকে কেন্দ্র করে কম ভরের বস্তু ঘুরে। আবার নিউটনের মতে মহাকর্ষ বলের কারণে বেশি ভরের বস্তুকে কেন্দ্র করে কম ভরের বস্তু ঘুরে। আবার আমরা এটিও জানি, ২টি বস্তু তাদের বেরিসেন্টার অর্থাৎ তাদের ভরকেন্দ্রকে প্রদক্ষিণ করে। এখন প্রশ্ন হলো উপরোক্ত ৩টি বিষয়ের মধ্যে কোনটি যথাযর্থ?