মুড়ি কিন্তু সম্পূর্ণ নিরেট নয়। অর্থাৎ মুড়ির ভেদর বেশিরভাগ জায়গাই ফাঁকা। তবে এই ফাঁকা জায়গা বায়ু দ্বারা পূর্ণ। তাই পানিতে ঢাললে পানি দ্বারা ওই ফাঁকা জায়গা পানি দ্বারা রিপ্লেস হয়ে যায়। ফলে ওই ফাঁকা স্থানের বায়ু ছোট ছোট বুদবুদ আকারে বের হয়ে যায়। তাই শব্দ হয়।