হিগস ফিল্ড বুঝার জন্য আগে জানা দরকার হিগস-বোসন কণা কি। হিগস-বোসন সেই প্রস্তাবিত ও তত্ত্বীয় মৌলিক আন্তপারমাণবিক কণা যা অন্যান্য সমস্ত ভরসম্পন্ন কণাকে তাদের ভর প্রদাণ করে। তাত্ত্বীকভাবে এর অস্তিত্ব অস্বীকার করে অন্যান্য ভরসম্পন্ন কণার সত্যতা স্থাপনই সম্ভব নয়। এতোটাই গুরুত্বপূর্ণ এই কণার অস্তিত্ব থাকাটা। কিন্তু এখনো এই কণার এপ্লায়েড ফিজিক্স বা ফলিত পদার্থবিদ্যার আলোকে অস্তিত্ব প্রমাণ করাই সম্ভব হয়নি।
এই হিগস-বোসন কণার রয়েছে নিজস্ব ক্ষেত্র। আর এই কার্যকরী ক্ষেত্র হিগস ফিল্ড বা হিগস ক্ষেত্র নামে পরিচিত। অন্যান্য ভরসম্পন্ন কণা তাদের গতি অভিমুখে এই ক্ষেত্রের প্রভাবে বাধাপ্রাপ্তির কারণেই তাদের ভর পেয়ে থাকে। ঠিক যেমন ধরুন আপনি কোমড় সমান পানিতে হাটতে গেলে মনে হবে আপনার পায়ের ভর বা ওজন, দুটোই যেন বেশি। সামনে এগুতে তুলনামূলক অধিক জোর দিতে হয়। এই ক্ষেত্র অন্যান্য সমস্ত ভরসম্পন্ন কণার সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে ভর প্রদাণ করে।
Shahed Raiyan